বোনকে বাঁচাতে গিয়ে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় ভাইয়ের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস মেইনরোডে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের আবর্জনা বহনের গাড়ির ধাক্কায় মো: রোমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার বোন মরিয়ম বেগম (২৫) আহত হয়েছে। মরিয়ম বলেন, দ্রুতগতিতে গাড়িটি আমাদের দিকে আসলে ভাই আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজে ওই গাড়ির ধাক্কা খায়।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

ডেমরা প্যাকেজিং কোম্পানিতে চাকরিরত নিহতের বোন আহত মরিয়ম বেগম জানান, প্রায় তিন মাস পর ডেমরার ভাঙা প্রেসের মেইন রোডে ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার। আমরা ভাই-বোন এতদিন পর দুজনে দু’জনকে দেখে আবেগে কিছুক্ষণ কান্নাকাটি করি। পরে ভাই আমার কাছ থেকে সংসারের খবর জানতে চায়।

পরবর্তীতে রাস্তার অন্যপারে যাবার জন্য ভাইয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দ্রুতগতির সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আমাদের দিকে আসলে আমাদের দিকে আসলে ভাই আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজে ওই গাড়ির ধাক্কা খায়।

বিলাপ করতে করতে মরিয়ম আরও বলেন, আমারে বাঁচাইতে গিয়া আমার ভাইয়ের এই অবস্থা হইলো। ভাইরে তুমি কেন এই কাজটা করলা। এ সময় মরিয়মের কান্না ও চিৎকারে ভারী হয়ে যায় হাসপাতাল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহত যুবকের বোনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, গতরাতে পথচারীরা ডেমরা থেকে গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোমান।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply