জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। তাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত স্থাপন করা হচ্ছে পাইপলাইন। যাতে ব্যয় হবে ২ হাজার ৮৬১ কোটি টাকা। এর মাধ্যমে সহজেই চট্টগ্রাম থেকে ঢাকায় স্বল্প সময়ে এবং সাশ্রয়ীভাবে তেল সরবরাহ নিশ্চিত হবে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী জানান, দেশে নতুন গ্যাস কূপ আবিস্কৃত না হলে জ্বালানি তেলের চাহিদা বাড়বে। বর্তমানে ঢাকা এবং এর আশপাশের এলাকায় জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৫ লাখ টন। সামনের দিনে বিশাল চাহিদার বিপরীতে যোগান সামাল দিতে এই পাইপলাইন স্থাপন করা হবে।
সভায় অনুমোদন পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য ১ হাজার ৯শ ৬৪ কোটি টাকার প্রকল্প।
এছাড়া সার কারখানাগুলো সংস্কারে একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এরজন্যে ব্যয় হবে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে সারের আমদানি নির্ভরতা কমবে। এছাড়া আরও ১৭টি প্রকল্প অনুমোদন করে একনেক। সবমিলিয়ে এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে সাড়ে ৩২ হাজার কোটি টাকা।
Leave a reply