প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’য় স্যুপ ছুঁড়ে মারলো বিক্ষোভকারীরা। রোববার (২৮ জানুয়ারি) ফ্রান্সের রাজধানীতে কৃষকদের চলমান বিক্ষোভের মধ্যেই ঘটলো এই ঘটনা। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দুজন নারী পরিবেশকর্মী চিত্রকর্মটিকে লক্ষ্য করে স্যুপ ছুড়ছে। এসময় তাদের স্বাস্থ্যকর খাবার ও কৃষি ব্যবস্থা নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায়। ‘স্বাস্থ্যকর ও টেকসই খাবারের অধিকার’ দাবি করে বলে আওয়াজ তুলছিল তারা। বিক্ষোভকারীরা স্লোগান দেয়– ‘আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ’।
তবে কর্তৃপক্ষের দাবি, বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতাব্দীতে তৈরি এই চিত্রকর্মটির তেমন কোনো ক্ষতি হয়নি।
এর আগেও, বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে এই চিত্রকর্ম। পরে ৫০ এর দশকের প্রথম দিকে এটির চারপাশে কাঁচ দিয়ে সুরক্ষা বেষ্টনি তৈরি করা হয়।
/এএম
Leave a reply