বগুড়া ব্যুরো:
বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় এখনও জড়িতরা গ্রেফতার হয়নি। উদ্ধার করা যায়নি চুরি হওয়া ৯ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে, ঘটনার পর উপশাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, কৃর্তপক্ষ। তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক চলছে ভাবেই। গ্রাহকরা আমানত জমা দিচ্ছেন, কেও কেও টাকাও তুলছেন।
এ ঘটনায় শনিবার (২৮ জানুয়ারি) অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো’সহ নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাট এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় এনআরবিসি ব্যাংকের এই উপশাখা থেকে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি হয়। প্রথমে ছাদ দিয়ে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে ভল্ট ভেঙে করে টাকা লুট করে নিয়ে যায় তারা। গত দুই বছর ধরে এই উপশাখায় চালু হয়েছে বলে জানা গেছে।
/এএস
Leave a reply