বিএসএফ’র ককটেলে নিহত বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে সীমান্তে বিএসএফ’র ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো, ভারতীয় পুলিশ। পরে পরিবারের কাছে মরদেহ পৌঁছে দিলে রাতেই হয় দাফন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে তিনবিঘা করিডোরের গেট দিয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ নিহত রফিউল ইসলামের মরদেহ বিজিবির উপস্থিতিতে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রোববার, আঙ্গরপোতা সীমান্ত এলাকায় যায় বাংলাদেশি চার যুবক। এসময়, কোচবিহারের অর্জুন ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন রফিউল ইসলাম। প্রাণে বাঁচে বাকি ৩ জন। ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply