পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায় মিলেছে রোদের দেখা, স্বাভাবিক মাধ্যমিকের পাঠদান  

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে সকালেই। রোদের তেমন উষ্ণতা না থাকলেও অনেকটাই কমেছে শীতের দাপট।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৷ এর আগে, সোমবার একই সময়ে এখানে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে, ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা কমে যাওয়ায় জেলার পাঁচ উপজেলারের সকল প্রাথমিক বিদ্যালয়োর শ্রেণী পাঠদান মঙ্গলবার ও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে।  তবে ৭ ডিগ্রি নিচে নামলেও সূর্যের আলো দেখা মেলায় স্বাভাবিক রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান ৷ প্রতিদিনের মতো যথারীতি  শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, রাতে কনকনে শীত অনুভূত হলেও দিনের বেলা কিছুটা কম শীত অনুভূত হচ্ছে। কিছুটা কমেছে ঘন কুয়াশাও। তবে অব্যাহত রয়েছে হিমেল হাওয়া। অন্যদিকে সূর্যের আলোকে কাজে লাগিয়ে কাজের সন্ধানে বেরিয়েছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা।  ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত দুইদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীত পুরোপুরি কমেনি। এখনো মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। বলা যায়, গত কয়েকদিনের চেয়ে শীত কিছুটা কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

/এএস 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply