অভিশংসনের মুখে পড়তে পারেন মোইজ্জু

|

মোহাম্মদ মোইজ্জু। ছবি: হিন্দুস্তান টাইমস।

এবার অভিশংসনের মুখোমুখি হওয়ার শঙ্কায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মোইজ্জু। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির অন্যতম প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে মোইজ্জুকে অভিশংসনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাব জমা দিতে পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন দলটির পার্লামেন্ট সদস্যরা।

এর আগে, চীনের জাহাজ নোঙর করতে দেয়ায়; বিরোধীদের তোপের মুখে পড়েন মালদ্বীপের প্রেসিডেন্ট। বিরোধী দলের অভিযোগ, সরকারের ভারতবিরোধী অবস্থানের কারণে কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে মালদ্বীপ। ক্ষতিগ্রস্ত হতে পারে উন্নয়ন। উল্লেখ্য, রোববার পার্লামেন্টে হাতাহাতিতে জড়ান সরকার ও বিরোধী দলীয় এমপিরা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply