ইতালিয়ান লিগের ম্যাচে ইউ.এস সালের্নিতানাকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা। রোমার হয়ে গোল করেছেন পাওলো দিবালা ও পেলেগ্রিনি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দাপট ছিলো স্বাগতিক সালের্নিতানার। একাধিক আক্রমণ করলেও সাফল্য পায়নি দলটি। পাল্টা আক্রমণ করে গোলের দেখা পায়নি রোমাও। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধে শুরুতে লিড নেয় রোমা। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন পাওলো দিবালা। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল পায় সফরকারীরা। এবার স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক লরেঞ্জো পেলেগ্রিনি। ৭০ মিনিটে এক গোল শোধ দিয়ে লড়াইয়ে ফেরে সালের্নিতানা। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।
/এএম
Leave a reply