রাতে মাঠে নামছে আর্সেনাল

|

আর্সেনালের এই হাসিমুখ আজ থাকবে?

আজ রাতে আবারও মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। রাত দেড়টায় নটিংহ্যাম ফরেস্টের আতিথ্য নেবে জায়ান্ট আর্সেনাল। অন্য ম্যাচে রাত সোয়া ২টায় মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল।

ইপিএলে হঠাৎ করে বিবর্ণ হয়ে গেছে আর্সেনালের ফর্ম। সবশেষ চার ম্যাচে মাত্র এক জয়ের বিপরীতে দুই হার আর এক ম্যাচ ড্র করেছে গানাররা। সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় পাওয়ার পর সেই ধারাবাহিকতা নটিংহ্যামের বিপক্ষেও ধরে রাখতে চায় আর্তেতার দল।

এই ম্যাচেও পুরোনো চোটে মোহাম্মদ এলনেনি, তুমিয়েসু, টিম্বার ও ভিয়েইরাকে পাবে না আর্সেনাল। গত কয়েকদিন অনুশীলনে না থাকায় রাইসের খেলা নিয়েও আছে শঙ্কা।

২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ৪৩ পয়েন্ট পেয়ে তৃতীয়তে আছে আর্সেনাল। গানারদের সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলেছে ম্যান সিটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply