ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য: ক্যামেরুন

|

ছবি: রয়টার্স।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য। এমন কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। খবর বিবিসি’র।

ওয়েস্টমিনস্টারে এক অনুষ্ঠানে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ফিলিস্তিনিদের একটি রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে দিতে হবে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া সম্ভব এমন একটি পরিস্থিতিও তৈরি করতে চায় যুক্তরাজ্য।

গত নভেম্বরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি। ক্যামেরুন বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে সে বিষয়ে কাজের দায়িত্ব রয়েছে ব্রিটেনের। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে অগ্রগতি দেখাতে হবে বলেও জানান তিনি।

এসময় ইসরায়েল নিজ দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না বলে সমালোচনাও করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply