দুইয়ে উঠে এলো আর্সেনাল

|

ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে গানাররা।

নটিংহ্যামশায়ারে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। কখনও প্রতিপক্ষের রক্ষণ আবার কখনও বারপোস্ট হয়েছে বাধা। বারবার আক্রমণ শানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় গানাররা। ৬৫ মিনিটেই আসে সাফল্য। জিনচেনকোর কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়ে গ্যাব্রিয়েল হেসুস। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান এই ব্রাজিলীয়ান স্ট্রাইকার। ৭ মিনিট পর হেসুসের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ করেন বুকায়ো সাকা। ম্যাচে ফিরতে নটিংহ্যাম ফরেস্ট বেশ কয়েকটি আক্রমণ চালায়। শেষ মুহূর্তে সান্ত্বনার গোল পেলেও হার এড়াতে তা পর্যাপ্ত ছিল না।

এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠলো আর্সেনাল। ২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। গানারদের থেকে দুই ম্যাচ ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয়তে ম্যান সিটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply