তোতাদের আশ্রয়স্থল জরজিয়েভের বাড়ি

|

প্রতিদিন ভোর হতে না হতেই পাখির কিচিরমিচিরে মুখরিত হয় তার বাড়ি। মেসিডোনিয়ার স্ট্রুমিকা শহরের এই বাড়িতে বাস নানা জাতের প্রায় ৬শ’ তোতাপাখির।

ষাটোর্ধ্ব ভ্যানকো জরজিয়েভে দেখভাল করেন রঙ-বেরঙের এই তোতাগুলোর। দিনের বেশিরভাগ সময়ই তার কাটে পাখিগুলোর যত্ন-আত্তিতে। জরজিয়েভে এ প্রসঙ্গে বলেন, প্রতিদিন সকাল-বিকাল নিয়ম করে ওদের খেতে দিই। ওরাই আমার বন্ধু। ওদের প্রত্যেককে আমি আলাদা করে চিনি।

এই পাখিপ্রেমি জানান, পাখিগুলো ছিলো তার ভাগ্নের। পরে সে শহর ছেড়ে গেলে তাদের দেখভালের দায়িত্ব নেন তিনি। তখন অবশ্য পাখির সংখ্যা এতো ছিলো না। আস্তে আস্তে সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।

এখন তার সংগ্রহে আছে প্রায় ৬শ’ তোতাপাখি। বাড়ির ১শ’ মিটার স্কয়ার ছাদে তাদের জন্য তৈরি করা হয়েছে ছোটো ছোটো খোপ। জানান, ছোটো এই প্রাণিগুলোর সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে তার।

ভ্যানকো জরজিয়েভ বলে চলেন, এই পাখিগুলোর সাথে বসবাস করতে, ওদের নিজে হাতে বড় করতে আমার বেশ ভালো লাগে। পুরো বিষয়টি অনেক বেশি আনন্দ দেয় আমাকে। মাঝে মাঝে আমি রাতে ঘুমুতে পারি না। শুধু মনে হয়, কখন সকাল হবে, কখন ওদের দেখবো!

প্রায় ২০ বছর ধরে এই পাখিগুলোর লালন-পালন করছেন তিনি। মূলত বুজেরিগার এবং ককাটিয়েল জাতের তোতা রয়েছে জরজিয়েভের সংগ্রহে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply