এবার আলোচিত তোশাখানা মামলায় পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বিশেষ আদালতে হয় এই রায়। রায়ে ৭৮ কোটি ৭০ লাখ রুপি করে জরিমানাও করা হয় ইমরান ও বুশরাকে। তবে আজকের শুনানিতে ইমরান উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বুশরা বিবি।
এমন সময় এ রায় ঘোষণা হলো, যখন পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি মাত্র এক সপ্তাহ। আর একদিন আগেই গতকাল সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয় ইমরান খান ও পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশিকে।
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা, গ্রেফতার, প্রতীক বরাদ্দ না হওয়ার পরও স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দেয় পিটিআই।
উল্লেখ্য, গত বছর আগস্টে, দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয় ইমরান খানকে। তখন থেকেই কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
/এমএইচ
Leave a reply