তীব্র তাপদাহে চিড়িয়াখানার প্রাণীদের খাওয়ানো হচ্ছে আইসক্রিম

|

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে আইসক্রিম খাচ্ছে পান্ডা। ছবি: এনবিসি নিউজ।

তীব্র তাপদাহে পুড়ছে চিলি। চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আর এই উচ্চ তাপমাত্রা মোকাবেলা করতে চিড়িয়াখানার প্রাণীদের দেয়া হচ্ছে আইস থেরাপি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে তীব্র তাপদাহে কারনে চিলির স্যানতিয়াগো শহরে জারি করা হয়েছে রেড এল্যার্ট। শুধু মানুষই নয় গরমে প্রাণ ওষ্ঠাগত পশুপাখিরও।

অসহনীয় এই গরমে সহনীয় হতে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তাই চিড়িয়াখানার প্রাণীদের খাওয়ানো হচ্ছে আইসক্রিম। বানর কে দেয়া হচ্ছে ফলের আইসক্রিম। অন্যদিকে মাংসাশী প্রাণী, লিওপার্ড ,বাঘ, সিংহ খাচ্ছে রক্তের আইসক্রিম কিংবা বরফ করা মাংস আর হাড়।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply