মিয়ানমারে সংঘর্ষ: বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা

|

মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে বাংলাদেশের সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী এবং কোস্টগার্ড। উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। যে কোন ধরনের সংঘাত ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এমন অবস্থান বলছেন সংস্থাগুলো।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার, লে. কমান্ডার মাজিদ জানান, সীমান্তের ওপারের গ্রামগুলোতে রোহিঙ্গাদের আনাগোনা বৃদ্ধির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতি বাংলাদেশে যাতে নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে এজন্য বাড়ানো হয়েছে নজরদারি।

তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক টহল দিচ্ছে ২টি হাই স্পিডবোট, ২টি মেটালশার্ক, ১টি অবসন পেট্রোল ভ্যাসেল। রাডারের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। সীমান্তবর্তী মানুষের আতঙ্ক নিরসনেও কাজ করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেশ কিছুদিন ধরে লড়াই চলছে। গত শনিবার (২৭ জানুয়ারি) মিয়ানমার থেকে টেকনাফের বাড়িঘরে বুলেট এসে পড়লে আতঙ্ক আরও বেড়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply