দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে দেয়া ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য এই স্থগিতের আদেশ দেন।
ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলাম দুলাল নির্বাচনী ফল ও ইসির গেজেট চ্যালেঞ্জ করে রিট করেন। সেই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট এই আদেশ দেন। এর ফলে সংসদ সদস্য হিসেবে আগামী দুই মাস কোনো কাজে অংশ নিতে পারবেন না আব্দুল হাই।
আপিল আবেদনে বলা হয়, কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়টি কেন হয়েছে, সেটার বিচার করতেই হাইকোর্ট স্বতন্ত্র প্রার্থী দুলালের আপিল গ্রহণ করেন।
আগামী ২ মাসের মধ্যে আপিল নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আপিলকারীর আইনজীবী। তবে ওই আসনে সংসদ সদস্য পদে কেউ না থাকলে সাংবিধানিক কোনো সমস্যা আছে কিনা, সে বিষয়ে আদালত কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন আপিল আবেদনকারীর আইনজীবী। আইনজীবী মুজিবর রহমান বলেন, এই আদেশের ফলে সংসদ সদস্য হিসেবে আব্দুল হাইয়ের সকল কার্যক্রম এখন থেকে দুই মাসের জন্য স্থগিত থাকবে।
নজরুল ইসলাম দুলাল বিশ্বাস বলেন, এই অনিয়মের সকল কাগজ জমা দেয়া হয়েছে। আমরা ৭ তারিখে স্থগিত করতে আবেদন জানিয়েছিলাম। তখন করা হয়নি। পরে তার বিরুদ্ধে ইলেকশন পিটিশন মামলা করেছি আমরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী ওই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৫ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৮ জন।
/এএম
Leave a reply