আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমলো ২০ বিলিয়ন ডলারের নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসাবে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) গ্রস রিজাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। বছরের শুরুতে যা ছিল ২৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ মেথডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
দেশে দীর্ঘদিন ধরে ডলারের সংকট চলছে। রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধি এ সংকট উত্তরণের অন্যতম উপায়। কিন্তু সেখানে ভালো খবর নেই। ফলে, আমদানির চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কমছে দিন দিন।
/এমএন
Leave a reply