মানুষের সুন্দরভাবে বাঁচতে নদী, জলাশয় ও পরিবেশের সুরক্ষা করতে হবে— এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এজন্য টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পানি ভবনে বাংলাদেশের ভবিষ্যৎ পানি উন্নয়ন প্রচেষ্টার অভিমুখীনতা সম্পর্কে প্রধানমন্ত্রীর নির্দেশনার তাৎপর্য এবং তা বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মধারা সম্পর্কিত সেমিনারে এ কথা বলেন তিনি। রাজধানীর পানি ভবনে পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশের অবক্ষয় রোধে আমাদের নদী ও প্রকৃতির সঙ্গে চলতে হবে। প্রকৃতির বিপরীত ধারায় গিয়ে আমরা কখনোই সুফল বয়ে আনতে পারবো না। নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করলে পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হয়।
/এমএন
Leave a reply