মার্কিন প্যাট্রিয়ট মিসাইল দিয়ে রুশ সামরিক বিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি।
এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি জানায়, খারকিভের লিপৎসি এলাকা থেকে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে রুশ তদন্ত কমিটির অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দিসহ ৭৪ যাত্রী নিয়ে বন্দি বিনিময়ের উদ্দেশ্যে যাচ্ছিলো বিমানটি। যা ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদে বিধ্বস্ত হয়। শুরু থেকেই বিমান বিধ্বস্তের পেছনে ইউক্রেনকে দায়ী করে আসছে মস্কো।
এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া।
/এএম
Leave a reply