পঞ্চগড়ে ফের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

|

ফাইল ছবি।

সারাদেশ ডেস্ক:

পঞ্চগড়ে দুইদিন পর আবারও তাপমাত্রা নামলো ১০ এর নিচে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। সকাল ৯টায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

তাপমাত্রা কমলেও কুয়াশা না থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছে স্থানীয়রা। বেলা বাড়ার সাথে সাথে রোদেরও দেখা মিলেছে। তাতে শ্রমজীবীদের মাঝে কর্মচঞ্চল্যতা দেখা গেছে।

উত্তরের এ জেলায় গতকাল শুক্রবার ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনও তাপমাত্রা ছিল ১০ এর উপরে।

এদিকে, শীতল আবহাওয়ায় বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। এছাড়া, ছিন্নমূল মানুষেরা দিন পার করছেন কষ্টে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply