চীনের গুপ্তচর হিসেবে অভিযুক্ত কবুতরকে মুক্তি দিলো ভারত

|

অবশেষে চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত কবুতরকে মুক্তি দিলো ভারত। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ নামে এক সংগঠনের হস্তক্ষেপে দীর্ঘ ৮ মাস পর ছাড়া পেলো পাখিটি।

এর আগে গত বছরের মে মাসে মুম্বাইয়ের পির পাউ জেটির কাছে কবুতরটিকে আটক করে স্থানীয় পুলিশ। আটকের পর পাখিটির ডানায় মান্দারিন ভাষায় লেখা একটি বার্তা দেখতে পান তারা। আর তাতেই একে চীনের গুপ্তচর হিসেবে সন্দেহ করা হয়।

পরে স্বাস্থ্য পরীক্ষার পর কবুতরটিকে বন্দি করে রাখা হয় হাসপাতালে। তবে পরবর্তীতে তদন্তে উঠে আসে, এটি মূলত তাইওয়ানের একটি রেসিং কবুতর। পথ হারিয়ে চলে গেছিলো মুম্বাইয়ে। এতদিন হাসপাতালেই বন্দি ছিল পাখিটি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply