‘মা’ শব্দের সাথে শিশুর বেশি সখ্যতা

|

ফারহানা ন্যান্সি:

শিশুর মুখের আধো আধো শব্দের যে ছন্দ, তা সবার জীবনের একটা ভালোবাসাময় স্মৃতি। ভাষার আপনতত্ত্ব মানুষ যখন রপ্ত করতে শুরু করে, তখন সবচেয়ে বেশি সখ্যতা হয় ‘মা’ শব্দটির সাথে। শিশুর প্রথম শব্দের অনুভূতিগুলো কেমন হয়, তা জানার চেষ্টা করেছে যমুনা নিউজ।

কয়েকজন মা বললেন, এই অনুভূতি বোঝানো বা প্রকাশ করা সম্ভব না। কখন মা ডাকবে অপেক্ষা করতাম। বলতাম, মা মা ডাকো।

এ যেন মাতৃভাষাকে আপন করে নিতে সন্তানের মুখে প্রথম শব্দ মুক্তার মতো, অজানা মায়ার হাতছানি। বাচ্চাদেরও একসময় বয়স বাড়ে, মায়েদের সবকিছু মনে থাকে না ঠিকঠাক। তবুও সেদিনের সেই স্মৃতি স্ফুলিঙ্গের মতো নাচন ধরায় হৃদয়ে।

বয়স্ক এক মা বলেন, প্রথম মা ডাক শোনার যে অনুভূতি, এটার সাথে আর কিছুকে মিলানো যাবে না।

বাংলা ভাষার ভালোবাসার শক্তিতে মা শব্দটা বরাবরই বলিষ্ঠ। বাবারাও রাজি, একবাক্যে মেনে নিতে। আধো বুলিতে প্রথম ধ্বনির গল্প জমে আছে তাদের স্মৃতিতেও! সে আবেদন সবকিছু থেকে আলাদা।

জীবন-চক্রে মনের ভাব প্রকাশে সবার বসবাস বাড়তে থাকে ভাষার সাথে। তবে ধুলোপরা স্মৃতির পাহাড়ে প্রথম শব্দটার আনন্দ কুড়িয়ে রাখে সবাই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply