ছুটির দিনে বইমেলায় পাঠক সমাগম

|

চলছে অমর একুশে বইমেলা ২০২৪। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার দ্বিতীয় ছুটির দিন। ছুটির দিনের প্রথমেই সকাল ১১টা থেকে ছিল শিশু প্রহর। শিশুরা তাদের বাবা-মায়ের সাথে মেলায় এসেছে। প্রাণ ভরে উপভোগ করেছে শিশু প্রহর।

পরে, সবার জন্য খুলে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। সময় যত গড়ায়, ততই বাড়ে পাঠক-দর্শক উপস্থিতি। মেলায় এসে পছন্দের লেখকদের বই দেখেন তারা।

মেলা শুরুর দিকে হওয়ায় অনেকেই এসে বই কেনেন নি। বেশিরভাগই এসে কাঙ্খিত বইয়ের খোঁজ করেছেন। পরের দিকে তালিকা করে কিনবেন বলেও জানিয়েছেন অনেকে।

গতকাল শুক্রবার প্রথম ছুটির দিনে মেলায় মোট ৩১টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। পাঠকদের জন্য আজও যোগ হয় বেশ কয়েকটি নতুন বই।

বিক্রেতাদের সাথে কথা বলে তাদের মুখে সন্তুষ্টির কথাই শোনা যায়। জানান, তৃতীয় দিনেও পাঠক আসছেন এবং তারা নতুন বই কিনছেন। নতুন লেখকদের বইয়ের প্রতিও পাঠকদের আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply