যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও কিছু ইস্যুতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র; এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, নতুন পরিবেশে বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। কিছুক্ষেত্রে তাদের প্রশ্ন থাকলেও, সামনে এগিয়ে যেতে একমত হয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর এমন মন্তব্য করে সাবের হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এছাড়া জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলারের ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
/এমএইচ
Leave a reply