লন্ডনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

|

কমপক্ষে ২০ হাজার মানুষ লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে। ছবি: বিবিসি।

আবারও লন্ডনে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাস্তায় মিছিল করেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানান, কমপক্ষে ২০ হাজার মানুষ এ মিছিলে উপস্থিত ছিল।

মিছিলের সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্থিনের পতাকা ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে, গাজায় যুদ্ধবিরতির দাবি জানান ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর, ইসরায়েলের উপর ভয়াবহ হামলা চালায় হামাস। এতে করে দুই দেশের মধ্যকার সম্পর্কের আরও একবার অবনতি হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২শ’। অপরদিকে, হামাসের আকস্মিক আক্রমণে ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply