সাকিবের ভাগ্য জানা যাবে দ্রুতই, জাতীয় দলে রিয়াদ অটো চয়েস নন: নান্নু

|

আগামী দু’সপ্তাহের মধ্যে জানা যাবে জাতীয় দলে সাকিব আল হাসানের ভাগ্য। মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদকে অটো চয়েস মানতেও নারাজ তিনি। জানান, ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সিরিজের দল চূড়ান্ত করা হবে।

সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়ক সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ। শুরুতে আঙ্গুলের চোট, এরপর নির্বাচনী ব্যস্ততা আর সবশেষ চোখের সমস্যায় পড়েছেন এই তারকা। চোখের সমস্যার কারণে নিজেকে ফিরে পেতে লড়াই করছেন সাকিব।

এ নিয়ে সাকিব নিজে যেমন অনিশ্চয়তায়, তেমনি জাতীয় দল ম্যানেজমেন্টও রয়েছে দুশ্চিন্তায়। অথচ টি-২০ বিশ্বকাপের বাকি রয়েছে মাত্র চার মাস। তার আগে আরও একবার অধিনায়ক নির্বাচন নিয়ে সংকটে পড়েছে বিসিবি। তবে বিষয়টি নিয়ে অপেক্ষা দীর্ঘায়িত করতে চায় না বোর্ড। দুই সপ্তাহের মধ্যে সাকিব সমস্যার সমাধান করতে চায় ম্যানেজমেন্ট।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মেডিকেল বিভাগ আমাদের যে পরামর্শ দেবে সেভাবেই এগোতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটা আপডেট পাবো। এরপর শ্রীলঙ্কা সিরিজের সময় দল গঠন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো।

অধিনায়ক নির্বাচন নিয়ে নান্নু বলেন, বোর্ড অধিনায়ক নির্বাচন করে থাকে। এখানে নির্বাচক প্যানেলের কিছু করার থাকে না। এটি বোর্ডের সিদ্ধান্ত। তাই বোর্ডই সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।

মাহমুদউল্লাহ রিয়াদকে অটো চয়েস বলে নিজের মত দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু এ নিয়ে ভিন্ন মত প্রধান নির্বাচক নান্নুর।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এটি উনার ব্যক্তিগত মতামত। ওই মন্তব্যের ওপর ভিত্তি করে কিছু বলতে পারবো না। আমরা নির্বাচক প্যানেল বসবো, আমাদের নিজস্ব কিছু মতামত আছে এরপর টিম ম্যানেজমেন্টের সাজেশন আছে, সবকিছু নিয়েই দল চূড়ান্ত হবে। এ নিয়ে আগাম কিছু এখনই বলা যাবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply