সাজেকে ‘প্রতিপক্ষের’ গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

|

ফাইল ছবি

রাঙামাটি করেসপনডেন্ট:

রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেকের ব্রিজপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছে। তারা দু’জনই ইউপিডিএফ সদস্য। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশীষ চাকমা ও দীপায়ন চাকমা। তারা ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, দুপুরে বাঘাইছড়ির ব্রিজপাড়া এলাকায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আশীষ ও দীপায়ন। এ সময় পেছন থেকে কয়েকজন অস্ত্রধারী এসে তাদেরকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজনের পিঠে ও পেটে গুলি লেগেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার দাবি, এ ঘটনার সাথে জেএসএস জড়িত রয়েছে। তবে জেএসএসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত দুইমাসের মধ্যে পার্বত্য রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছে ৮ জন। এর মধ্যে, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলিতে ইউপিডিএফের চার নেতা, চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজন এবং রোববার প্রাণ গেল বাঘাইছড়ির দু’জনের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply