রফতানি আয় বেড়েছে

|

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৩ হাজার ৩২৬ কোটি বা ৩৩ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবি বলছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া, চামড়াজাত পণ্য, কৃষি ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।

পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের মোট রফতানির ৯২ শতাংশ জুড়ে ছিল এসব পণ্য। আগের অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় এবার পোশাক রফতানি বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিশ্ববাজারে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ।

উদ্যোক্তারা বলছেন, রফতানি আয়ের ধারা বহাল রাখতে জ্বালানি সংকট দূর করতে হবে। প্রণোদনা সুবিধা অব্যাহত রাখারও দাবি তাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply