ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবি ছাত্রের মৃত্যু

|

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

ওই শিক্ষার্থীর নাম মুরাদ হাসান (মৃধা)। তিনি বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বনপাড়ায়।

রাবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন জানান, গত ২৫ জানুয়ারি মুরাদের জ্বর হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সোমবার মুরাদের গ্রামের বাড়ি জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply