সামরিক জান্তা বিরোধী রেজ্যুলেশনের আহ্বান: জাতিসংঘ

|

কিয়াও মো টুন। ছবি: বিবিসি।

বেসামরিকদের ওপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে মিয়ানমার জান্তার ওপর রেজ্যুলেশন আরোপের আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী ও গণতন্ত্রকামী প্রতিনিধি কিয়াও মো টুন। সোমবার (৫ ফেব্রুয়ারি) ইউনাইটেড ন্যাশনসের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মূলত, সোমবার ছিলো মিয়ানমার জান্তা অভ্যুত্থানের তৃতীয় বছর। সামরিক বাহিনীর হিংস্রতা প্রসঙ্গে কিয়াও মো টুন বলেন, গেল তিন বছর ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে আমাদের দেশের সাধারণ মানুষ। তারা কোনোভাবেই সেনা শাসন মেনে নেবে না। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে আসছেন তারা।

তিনি আরও বলেন, এ অবস্থায় বেসামরিকদের ওপর বর্বর তাণ্ডব চালাচ্ছে সামরিক জান্তা। দ্রুত বেসামরিকদের নিরাপত্তা ও সহায়তা প্রয়োজন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply