মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

|

বাংলাদেশের সীমানায় গোলা নিক্ষেপ ও দুইজনের নিহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তাকে তলব করা হয়েছে।

জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। পাশাপাশি দুইজন নিহতের জবাবও চাইবে ঢাকা।

এর আগে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে দুজন নিহত হন। যাদের মধ্যে একজন বাংলাদেশি নারী এবং একজন রোহিঙ্গা পুরুষ রয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply