গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১-২২ ব্যাচের ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত ১১০ শিক্ষার্থী ভর্তি নেয়াকে বৈধতা দিলেন আপিল বিভাগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।
তবে, অতিরিক্ত ভর্তির দায়ে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। শিক্ষা প্রতিষ্ঠানটিকে করা জরিমানার অর্থ দুইটি মেডিকেল কলেজকে দিতে হবে।
এর আগে, প্রতি শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলো ১১০ জন করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে, এমন রায় দিয়েছিলেন উচ্চ আদালত। ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল।
কিন্তু ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর ৫০ জন শিক্ষার্থীর বেশি গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি আপিল করলে তখন ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেয়া হয়।
/এমএন
Leave a reply