কমছে আলুর দাম

|

ভারত থেকে আলু আমদানি শুরুর পরই কমছে আলুর দাম কমছে। তাতে দীর্ঘদিন বাড়তে থাকা এই পণ্যের দামে ফিরছে স্বস্তি। পাইকারি বাজারে এককেজি আলুর দাম এখন ২৬ থেকে ৩০ থেকে টাকা। পাল্লা হিসেবে অর্থাৎ পাঁচ কেজি কিনলে দাম দাঁড়ায় ১৫০ থেকে ১৬০ টাকা। আর বস্তা ধরে কিনলে আরও কিছুটা কমে মেলে আলু।

অথচ বেশ কয়েক মাস ধরেই ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে আলু কেনেন ক্রেতারা। আর আমদানির খবরে কয়েকদিনেই কেজিতে দাম কমেছে ২০ টাকার বেশি। ব্যবসায়ীদের কাছে প্রশ্ন ছিল, দাম কমে যাবার কারণ কি?

কারওয়ান বাজারের এক আলু বিক্রেতা বলেন, ভারত থেকে আলু আসছে। কারওয়ান বাজারেও এসেছে সেই আলু। ২৩-২৪ টাকায় বিক্রি করেছে। আলু আসতেছে, তাতে ভয় পাচ্ছে, দাম কমছে। আরেক আলু বিক্রেতা বলেন, এখন আলুর মৌসুম, তাই দাম কমছে।

পাইকারি বাজারের দাম কমার প্রভাব খুচরা বাজারেও। প্রতিকেজি আলুর খুচরা বিক্রিমূল্য এখন ৩২ থেকে ৩৪ টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত বছরে এই সময়ে আলুর কেজি ছিল ২২ থেকে ২৮ টাকার মধ্যে। এক সপ্তাহ আগেও আলুর কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply