গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা, ইতিবাচক সাড়া দিয়েছে হামাস

|

লুসাইল প্রাসাদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে, যুদ্ধবিরতি চুক্তিকে অত্যন্ত জরুরি বলে আখ্যা দেন তিনি। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মধ্যস্থতাকারীদের সূত্রে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ৪০ দিনের যুদ্ধবিরতি হতে পারে এবার। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে, ছেড়ে দেয়া হবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি কারাবন্দিকে।

প্রসঙ্গত, সৌদি আরব ও কাতার সফর শেষে আজ ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চুক্তি নিয়ে কথা বলবেন তেল আবিবের কর্মকর্তাদের সাথে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply