রংপুরে ডাকাত দলের ছুরিকাঘাতে সহকারী লাইব্রেরিয়ানের মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: 

রংপুরের মিঠাপুকুর একালায় একটি বাড়িতে ডাকাতির সময় ধস্তাধস্তিতে ডাকাত দলের ছুরিকাঘাতে মোরশেদা বেগম বিউটি নামের এক কলেজের সহকারী লাইব্রেরিয়ানের মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম মিজানুর রহমান। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ আলিম মাদরাসার শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম। বলেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এসময় তাদের বাধা দেন বিউটি। এতেই শুরু ধস্তাধস্তি। এসময় ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহত বিউটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিউটি স্থানীয় ছড়ান ডিগ্রী কলেজের সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বিউটি-মিজানুর দম্পতির এক মেয়ে এবং এক পুত্রসন্তান রয়েছে বলেও জানা গেছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply