জাবিতে ধর্ষণ: যশোরে ‘মহিলা দল’-এর মানববন্ধনে পুলিশী বাধা

|

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন বাধা দিয়েছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর আইনজীবি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মহিলা দলের নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীদের নিরাপত্তা নেই। এ ঘটনার প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ করতে দিচ্ছে না। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া নারীদের লাথি মারা, ওড়না টেনে ধরাসহ শ্লীলতাহানি করার ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি পলাশ কুমারকে অপসারণেরও দাবি জানান তারা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মহিলা দলের অভিযোগ মিথ্যা। তারা কোনো অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিলো।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে জেলা মহিলা দল।

এ উপলক্ষে জেলা, নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কস্থ যশোর প্রেসক্লাবের সামনে জড়ো হন। এসময় পুলিশ সদস্যরাও প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন। পরে নেতাকর্মীরা যশোর আইনজীবি ভবনের সামনে মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply