জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে উপজেলার ভোট: ইসি আলমগীর

|

জাতীয় সংসদ নির্বাচন যেমনই হোক, উপজেলা পরিষদ নির্বাচন আরও ভালো হবে, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইসি সভাপতি ও বিধিমালা সংস্কার কমিটির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিযোগিতা বেশি হয় এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নির্বাচনও সুষ্ঠু হবে। এছাড়া, প্রার্থীরা লেমিনেটেড পোস্টার ব্যবহার করতে পারবে কি না সে বিষয়ে এখনও কোনো আইন সংশোধনী আসেনি বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে উপজেলা পরিষদের সংখ্যা ৪৯৫টি। তার মধ্যে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সব কটি উপজেলা নির্বাচন উপযোগী হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply