যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

|

প্রতিকী ছবি।

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জামাল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। এ ঘটনায় অপর গ্রুপের মো. আমির (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত জামালের সহকর্মী মুজাহিদ বলেন, আমি ও জামাল চাঁদনী মাঠ এলাকায় ওয়েল্ডিং’র কাজ করি। রাত সাড়ে ৮টার দিকে এলাকার ফারদিন, সিফাত, আরাফাত, শিমুল ও ইমন গাজীসহ আরও কয়েকজন জামালকে ডেকে নিয়ে গিয়ে জামালকে ছুরিকাঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অপর গ্রুপের ইমন গাজী বলেন, গতকাল জামাল গ্রুপের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে আমাদের কথা কাটাকাটি হয় । পরে আজ রাত সাড়ে ৮টার দিকে জামালসহ বেশ কয়েকজন আমাদেরকে মারধর ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় আমিরের শরীরে ছুরিকাঘাত করে তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে জামাল নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অপরপক্ষের আমির নামে একজন গুরুতর আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক খন্দকার মেজবাহ উদ্দিন।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply