মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।
তার সফরের প্রতিবাদে দিনভরই সরব ছিল ফিলিস্তিনিরা। প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে। গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা।
বুধবার তেল আবিব থেকে রামাল্লায় যান ব্লিনকেন। সাক্ষাৎ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে, তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে সাক্ষাৎ করেন ব্লিনকেন। সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রামাল্লায় পৌঁছান মার্কিন পরাষ্ট্রমন্ত্রী।
/এএম
Leave a reply