ডেঙ্গুর প্রকোপে রিও ডি জেনিরোতে ‘জরুরি সতর্কতা’

|

ব্রাজিলের অন্যতম বড় শহর রিও ডি জেনিরোতে ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জরুরি সতর্কতা জারি করা হয়েছে শহর জুড়ে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর মহামারির কারণে রিও ডি জেনিরোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ‘ব্রাজিলিয়ান কার্নিভাল’ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। রঙিন পোশাক, সাম্বা নৃত্য ও খাবারের সমারোহের কারণে কার্নিভালটি সবার কাছে পরিচিত। এটি উদযাপনের ঠিক কয়েকদিন আগে জারি করা হলো এই জরুরি সতর্কতা।

এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন লক্ষ চৌষট্টি হাজার আটশ। মারা গেছে প্রায় ২৬৫ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর মতে, ২০২৪ সালের এক মাসে আক্রান্তের সংখ্যা গত এক বছরে আক্রান্তের সংখ্যার প্রায় অর্ধেক! যা উদ্বেগ তৈরি করার মতো।

উল্লেখ্য, ব্রাজিলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গ্রীষ্মের আর্দ্র আর গরম পরিবেশ মশার বংশবৃদ্ধির অন্যতম সময়। এতে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর প্রকোপ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply