ইপিজেডকে সুবিধা দিলে অপব্যবহার বেশি হয়: এনবিআর চেয়ারম্যান

|

আবু হেনা মো. রহমাতুল মুনিম। ফাইল ছবি।

রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে (ইপিজেড) সুবিধা দিলে ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়। সে কারণে ইচ্ছে থাকলেও অনেক সময় বিশেষ সুবিধা দেয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বেজা ও বেপজা প্রতিনিধি দলের সাথে প্রাক-বাজেট বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি এ মন্তব্য করেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, আগামীতে বিদেশি ঋণের লাভের ওপর কর দিতে হবে। বিশ্বব্যাপী এ ধরনের কর থাকলেও বাংলাদেশে প্রচলন ছিল না। বিদেশিরা এ দেশে মুনাফা করে নিজ দেশে গিয়ে কর দেয়। তবে ৩১ ডিসেম্বরের পর আর সে সুযোগ থাকছে না।

৪২টি দেশের সঙ্গে দ্বৈত কর চুক্তি থাকায় এটি ঋণগ্রহীতা বা উদ্যোক্তাদের জন্য বাড়তি ব্যয়ের কারণ হবে না বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় অর্থনৈতিক অঞ্চলে কোম্পানি কর হার কমানোর দাবি জানায় বেপজার প্রতিনিধিরা। উৎসে কর কাটার নিয়ম সহজ করার পরামর্শও আসে। মূলধনী যন্ত্রপাতি কর মুক্ত রাখার দাবিও জানান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply