সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার: কাদের

|

সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার। বাংলাদেশ সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এবার আর সীমান্ত উদারভাবে খুঁলে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় কাদের বলেন, যারা এসেছেন, তাদের ফিরিয়ে নিতেই হবে। তারাও নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্তে আমরা শক্ত অবস্থানে আছি, সীমান্ত উদারভাবে খুঁলে দেব না।

বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ বাইডেন, সুনাক এবং ফ্রান্সও একসঙ্গে কাজ করার কথা বলেছে। তাদের আন্দোলন ব্যর্থতার মধ্যে চলে যাবে তা ভাবতে পারেনি। তারা মনে করেছিল বিদেশিরা আন্দোলন এগিয়ে নেবে। সব আশাই মরিচিকা হয়ে গেছে।

তিনি বলেন, যে আন্দালনে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন চলতে পারে না। বিএনপিও রোহিঙ্গাদের প্রবেশ করতে দিয়েছিল, এখন কেন বিরোধিতা? ভারতও এ বিষয়ে চিন্তিত, কারণ তাদের দেশেও মিয়ানমারের নাগরিকরা প্রবেশ করছে।

তিনি আরও বলেন, সরকার যদি নিষ্ক্রিয় হয়, তাহলে কীভাবে বিশ্বের সব দেশ নিবিড়ভাবে এই সরকারের কাজ করার ঘোষণা দেয়? বিএনপি যা বলছে তা পাগলের প্রলাপ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply