বান্দরবান-কক্সবাজার সীমান্তের ওপারে মিয়ানমারে সংঘর্ষ কিছুটা থেমেছে। ফলে সীমান্ত এলাকার মানুষের আতঙ্ক অনেকটাই কেটে গেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের তুমব্রু, ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার বালুখালী, পালংখালী এবং টেকনাফের হোয়াইক্যং এলাকায় যারা বাড়িঘর ছেড়েছিলেন তাদের অনেকেই আবার ফিরতে শুরু করেছেন। সরেজমিন দেখা গেছে, এসব অঞ্চলে খুলেছে দোকানপাট। মাঠে কাজ করছেন কৃষকরাও।
এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যসহ ৩৩০ জন নাগরিককে দেশে ফিরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে মিয়ানমার সরকার। প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে তুমব্রু ও ঘুমধুম থেকে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ১০১ জনকে স্থানান্তর করেছে বিজিবি। যেখানে আগে থেকেই ১৬৪ জন আশ্রয়ে ছিলো।
/এমএইচ
Leave a reply