কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি সরকার: রিজভী

|

কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি সরকার। নতজানু পররাষ্ট্র নীতির কারণে স্বাধীনতা, সার্বভৌমত্ব শক্তিশালী করতে পারছে না। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতাকে বিক্রি করে দেয়া হয়েছে। ভোটারবিহীন নির্বাচনকে ভারত সমর্থন দিলে প্রমাণ হবে তারা বাংলাদেশে প্লাস্টিক ও দুর্বল গনতন্ত্র চায়।

এ সময় রিজভী কারাগারে থাকা বিএনপি নেতা কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। বলেন, খাদ্য-চিকিৎসা ঠিকমত দেয়া হচ্ছে না। কারা হেফাজতে ও জেলখানায় থাকা নেতাকর্মীদের মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা বিরোধী মত সহ্য না করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রশাসন ও বিচার বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে বলেও অভিযোগ রিজভীর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply