বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামিনে কারামুক্ত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমরান সালেহ প্রিন্স কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে গিয়েছেন। কারাগার থেকে বের হলে ছাত্রদলের সাবেক নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এর আগে, গত বছরের ৪ নভেম্বর রাজধানীর বাড্ডা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে এমরান সালেহ প্রিন্সকে আটক করে পুলিশ। পরে রাজধানীতে বিএনপির সমাবেশকে (২৮ অক্টোবর) কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
/এনকে
Leave a reply