মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

|

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘছে।

নিহত এনাম হক (২০) ও নাদিম হক (২৪) একই গ্রামের আয়নাল হক মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান জানান, শুক্রবার রাতে এনাম ও নাদিম দুই ভাই খালের পাড়ে মাছ মারতে বের হন। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে তারা নামেন। খালের পাড়ের জমিতে রিপন মিয়া নামে এক কৃষক ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। দুই ভাই ওই জমিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে দুই ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচএম শাহীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply