এখনও ঘোষিত হয়নি পাকিস্তানের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। এ পর্যন্ত পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি কোনো দল। রোববার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ ৯২টি আসন নিশ্চিত করেছে ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। পিএমএল-এন পেয়েছে ৭৭টি আসন। পিপিপি দখলে নিয়েছে ৫৪টি আসন। বাকি ৯ আসনে ফল ঘোষণা। জয়ের দাবি করছে পিটিআই ও পিএমএল-এন দুই দলই।
পাকিস্তানে সরকার গঠনে সংরক্ষিত মিলে দরকার পড়ে ১৭২টি আসনের। তাই আগামীতে পিএমএল-এন ও পিপিপি সরকার গঠন করলেও শঙ্কার চিহ্ন থেকে যাচ্ছে। কেননা, দেশটির ‘অনিশ্চিত’ রাজনীতিতে সংসদে জোট সরকার ও বিরোধী দলের ব্যবধান থাকছে কম। তাই জোট সরকারে থাকা কোনো দল বা তাদের কিছু সংখ্যক সংসদ সদস্য বিরোধীদের সাথে আঁতাত করলে দেশটির কোনো প্রধানমন্ত্রী ফের অভিশংসনের মুখে পড়বে।
\এআই/
Leave a reply