চবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শাস্তির দাবিতে বিক্ষোভ

|

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এক সপ্তাহের ও বেশি সময় ধরে চলছে আন্দোলন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে করা তদন্ত কমিটির আজ প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কার এবং মামলা দায়ের না করা হবে, ততোক্ষণ তারা  বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বেশ কিছু নিয়ম-নীতি মেনে করতে হবে বিচার কার্য। তাই গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলে, সিন্ডিকেটের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply