গ্রানাদাকে পেয়েও জিততে পারলো না বার্সা, হার থেকে বাঁচালেন ইয়ামাল

|

লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তিনে দলটির অবস্থান। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে বার্সার পয়েন্ট ব্যবধান এখন ১০। আর দুইয়ে থাকা জিরোনা এগিয়ে ৫ পয়েন্টে।

টেবিলের ১৯ নম্বরে থাকা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ গ্রানাদার বিপক্ষে জয় দিয়ে টেবিল টপারদের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল বার্সার সামনে। তবে জয় তো দূরে থাক, উল্টো হেরে লজ্জায় পড়ার শঙ্কা জাগিয়েছিল জাভির দল। তবে লামিন ইয়ামালের জোড়া গোলে সেই লজ্জা থেকে রক্ষা পেয়েছে বার্সেলোনা। ৬ গোলের ম্যাচে ৩-৩ এ ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ক্যান্সেলোর ক্রস পা ছুঁয়ে গোল আদায় করে নেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে গ্রানাদা। ৪৩ মিনিটে বার্সার বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক গোল করেন গ্রানাডার ডিফেন্ডার সানচেস।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে পেলিস্ত্রির গোলে আবারও এগিয়ে যায় গ্রানাদা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। ৩ মিনিট পরই লেভানডোভস্কির গোলে সমতায় ফেরে তারা। তবে ৬৬ মিনিটে মিকেলের হেডে বল টের স্টেগেনের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে জড়ায়। ৩-২ গোলে পিছিয়ে থেকে আক্রমণ বাড়াতে থাকে বার্সা। ম্যাচের ৮০ মিনিটে বার্সেলোনার মান রক্ষা করেন সেই ইয়ামাল। তার গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

/এনকে/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply