খুলনা টাইগার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তাকে দলে ভেড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে হেলসকে নিয়ে ফটোকার্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, বাঘের ডেরায় স্বাগত হেলস।
এর আগে, ফ্রাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে। যদিও হোল্ডার এখনও খুলনায় যোগ দেননি। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন।
চলতি বিপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছিল খুলনার। প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়েছিল দলটি। তবে পঞ্চম ম্যাচে গিয়ে বরিশালের কাছে হারতে হয় খুলনাকে। এরপর কুমিল্লা ও সিলেটের কাছেও হেরেছে। টানা তিন হারে পয়েন্ট টেবিলেও প্রভাব পড়েছে এনামুল হক বিজয়ের দলে। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে খুলনা টাইগার্স।
/এনকে/এমএন
Leave a reply